শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪
Logo
Artist Dhruv Esh

ধ্রুব এষ হাসপাতালে

Bijoy Bangla

অনলাইন ডেস্ক:

প্রকাশের সময়: ১৮ এপ্রিল, ২০২৪, ০৯:২২এএম

ধ্রুব এষ হাসপাতালে
প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।.....সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। তিনি জানান, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ধ্রুব এষকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

ধ্রুব এষ প্রচ্ছদশিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এছড়া তিনি লেখালেখিও করেন। এরই মধ্যে তিনি প্রায় ৩ হাজার ৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন। 

১৯৯০ সালের পর তিনি বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের অধিকাংশ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন।