ঢাকামঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ডিপজল যখন ‘হারকিউলিস’

Paris
  • ফেব্রুয়ারি ১৬, ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ

জনপদ ডেস্কঃ গেল বছরের অক্টোবরে কোটি টাকার কাবিনে ধুমধাম করে ছেলেকে বিয়ে করান আলোচিত অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এরপর দুই মাস যেতে না যেতেই দুবাই সফরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শেষে দুবাই থেকে ফিরেই কাজে শেষ করেন মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি। এবার ‘বাংলার হারকিউলিস’ নামে নতুন এক ছবির কাজে হাত দিয়েছেন ডিপজল। ছবিতে নাম ভূমিকায় থাকছেন তিনি। এর গল্পও তারই লেখা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিপজল বলেন, ‘বাংলার হারকিউলিস’ নামের নতুন সিনেমার কাজ শুরু করেছি। এর শুটিং ‘অমানুষ হলো মানুষ’-এর মতোই একটানা শেষ করব। প্রথমে ৭টি সিনেমার ঘোষণা দিয়েছিলাম। এখন এ সংখ্যাটি আরও বাড়বে। আমি আমার ঘোষণা মতোই একের পর এক সিনেমার কাজ শুরু করেছি।’

অশ্লীল সিনেমা নির্মাণ বন্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি বলেন, একটা সময় অশ্লীল সিনেমা ছড়িয়ে পড়েছিল। এরপর আমি নিজে প্রযোজনায় এসে একের পর এক সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। কোটি টাকার কাবিন, চাচ্চু, মায়ের হাতে বেহেস্তের চাবিসহ অনেক কাজ করেছি। আশা করছি, এবারও চলচ্চিত্রের মন্দা অবস্থা কেটে যাবে।’

জানা গেছে, পুলিশ-থ্রিলার ধাঁচের গল্পে ‘বাংলার হারকিউলিস’ সিনেমাটি নির্মিত হবে।১৫ ফেব্রুয়ারি থেকে ডিপজলের সাভারের বাড়িতে শুটিং শুরু হয়েছে। এ সিনেমারও পরিচালনায় রয়েছেন মনতাজুর রহমান আকবর। এতে চিত্রনায়ক নাদিমের বিপীতে নায়িকা হিসেবে থাকছেন মৌ খান। তবে সিনেমার মূখ্য চরিত্রে দেখা যাবে ডিপজলকেই।