রাজশাহীর সিটি হাট সংলগ্ন বাইপাস সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক জামানুর রহমান সবুর নিহত হয়েছেন। __ছবিঃ মোখলেসুর রহমান মুকুল
অনলাইন ডেস্ক: রাজশাহী সিটি হাট সংলগ্ন বাইপাস সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক জামানুর রহমান সবুর নিহত হয়েছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
একইসাথে এই দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে সিটি হাট সংলগ্ন সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুরুতর আহত সবুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আও ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান সিটি হাটের সামনের রাস্তার পাশে আবর্জনায় কেবা কাহারা আগুন জ্বালায়। আগুনের ধোয়ার কারনে উভয়গাড়ীর চালক সামনের কিছু দেখতে না পাওয়ার কারনে এ দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। নিহতের পরিবারের সন্ধান পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।