সংবাদ বিজ্ঞপ্তি: বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বুধবার দুপুরে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, সৈয়দ আবুল মকসুদ তাঁর অসামান্য কর্মের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। দেশের বিভিন্ন জাতীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাঁর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো।
প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় (২৩ ফেব্রেুরি) সৈয়দ আবুল মকসুদ ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।