উত্তরাঞ্চলের মাঠে থেকে উঠতে শুরু করেছে দেশী ‘রোমানা’ আলু। আলু তোলার কাজে মাঠে কাজ করছে কৃষকের পুরো পরিবার। দলবেঁধে নিজের জমিতে আলু তোলার আনন্দ এ যেন অন্য রকম অনুভূতি। কেউ আলু তুলছে, কেউ আলু পরিস্কার করে টুকরীতে রাখছে। এবার আলুর বাম্পার ফলন হয়েছে তবে আলুর পাইকারী বাজার মূল্য তিন শত থেকে সাড়ে তিন শত টাকা মণ। তবুও কৃষকের শান্তি নিজের লাগানো পরিশ্রমের ফসল দেখে। ছবিটি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা হাজি গবিন্দপুর থেকে তোলা ছবিঃ বিজয় বাংলা