নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শনিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী কলেজ গেটের সামনে শিক্ষার্থীরা প্রথমে মানববন্ধন শুরু করে। মানববন্ধন থেকে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নানান শ্লোগান দিতে দিতে বেশ কিছু শিক্ষার্থী প্রধান সড়কের উপর ব্যানার নিয়ে বসেপড়ে। এবং শ্লোগানে শ্লোগানে তারা বিক্ষিাভ প্রদর্শন করতে থাকে। বিক্ষোভ সমাবেশের ফলে রাস্তার উভয় পাশে শুরু হয় যানজট। পরে ট্রাফিক পুলিশ এসে তাদের রাস্তা থেকে তুলে দেয়ার চেষ্টা করলে। শিক্ষার্থীরা মিছিল সহকারে নগরীর সাহেব বাজারের দিকে চলে যায়। এবং জিরো পয়েন্টে আবারো মনববন্ধন শুরু করে।
মনববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন,ঢাবি অধিভূক্ত সাত কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার তাদের দাবি মেনে নিয়েছে। তাদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে আমাদের দাবিও মানতে হবে। কারো দাবি মেনে নেওয়া হবে-কারো হবেনা বঙ্গবন্ধুর বাংলায় এইরকম বৈষম্যমূলক আচরণ চলবেনা বলে শিক্ষার্থীরা জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, করোনা মহামারির জন্য আমারা এক বছর পিছিয়ে পড়েছি। সম্প্রতি পরীক্ষা শুরু হয়েছে এবং কোনো কোনো কলেজে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে, এর মধ্যেই সরকার আবার পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানিনা।
একপর্যায়ে শিক্ষার্থীরা আবারো মিছিল সহকারে জিরোপয়েন্ট থেকে রাজশাহী কলেজের সামনে গিয়ে তাদের কর্মসূচী শেষ করে।