অনলাইন ডেস্ক: রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছয় দিনব্যাপী ৫ম অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব-২০২১’ শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে নাট্য উৎসবের উদ্বোধন করেন রাসিক মেয়র মেয়র খায়রুজ্জামান লিটন। নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় রাজশাহী থিয়েরটারের নাটক পুত্রহীন। রচনা সংগৃহিত তবে নাটকি নির্দেশনায় ছিলেন কামারউল্লাহা সরকার কামা।
উল্লেখ্য, ১লা মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত ছয়দিন ব্যাপি নাট্য উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকছে বিভিন্ন থিয়েটারের নাটক। এই উৎসবে ভারত ও বাংলাদেশের ৬টি বিখ্যাত নাটক মঞ্চায়িত হবে। ২ মার্চ রাজশাহী সাংস্কৃতিক সংঘের ‘গিরগিটি’, ৩ মার্চ রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির ‘বাতিঘর’, ৪ মার্চ বগুড়া থিয়েটারের ‘দ্রোহ’, ৫ মার্চ বিবর্তন যশোরের ‘পেজগী’ এবং ৬ মার্চ শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকার ‘চম্পাবতী’ নাটক মঞ্চস্থ হবে।এই উৎসবের আয়োক রাজশাহী থিয়েটার থিয়েটার।