ঢাকামঙ্গলবার , ২ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঢোপকল গুলো রাজশাহী শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যের মধ্যে একটি

Paris
  • মার্চ ২, ২০২১, ৭:৪৪ অপরাহ্ণ

এই বদলে যাওয়া রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে এখনো দেখা যায় ঐতিহ্যের কিছু কিছু নিদর্শন। ঐতিহাসিক এমনই এক নিদর্শন হলো রাজশাহী শহরের ঢোপকল। ঢোপকল গুলো শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যের মধ্যে একটি। এই ঢোপকলের সঙ্গে রাজশাহীর সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য জড়িত। মহারানি হেমন্ত কুমারীর প্রচেষ্টা ও অনুদানে ১৯৩৭ খ্রিষ্টাব্দে রাজশাহীবাসীর জন্য সার্বক্ষণিক বিশুদ্ধ পানির সরবরাহ করা হতো এই ঢপকলের মাধ্যমে। পুরো শহর জুড়ে প্রায় শতাধিক এমন ঢোপকল স্থাপন করা হয় সে সময়। মহারানি হেমন্তকুমারী পানি শোধনাগার থেকে বিভিন্ন ট্রিটমেন্ট করে পানি থেকে আয়রন ও পানির ক্ষারতা দূর করা হতো। এরপর সে পানি সরবরাহ করা হতো ঢোপকল গুলোতে।
কালের বিবর্তনে নগরীর রাস্তা প্রশস্তকরণ ও উন্ননের ধারাবাহিকতায় বদলে যাওয়া শহর থেকে এই ঢপকল গুলো আজ প্রায় বিলুপ্তির পথে। তবুও এখনো সাক্ষী হিসেবে শহরের পাড়া মহল্লার বাঁকে ও  মোড়ে দাঁড়িয়ে আছে দুএকটি ঢপকল। এগুলো নতুন প্রজন্মের জন্য ইতিহাস মনে করে সংস্কার করে সংরক্ষণ করা জরুরী বলে অনেকেই মনে করেন                                            ছবি ও লেখাঃ যাযাবর বাউল