৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ মার্চ) সকাল ১২ টার দিকে নগর আওয়ামী লীগের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। তার আগে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নগর আওয়ামী লীগের সভাপতি রাসিক মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন, সাধরণ সম্পাদক ডাবলু সরকার,
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল প্রমুখ।