গুঞ্জন সত্যি হলো। রবিবার ব্রিগেড মঞ্চে গেরুয়া শিবিরে নাম লেখালেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী ওরফে ফাটাকেষ্ট। মঞ্চে তার গলায় উত্তরীয় পরিয়ে তাকে পদ্মশিবিরে স্বাগত জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ব্রিগেডে বিজেপির সভার মুখ্য আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর ১টা ২০ নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে ১টা ৪৫ মিনিটে রেসকোর্সের হেলিপ্যাডে এসে পৌঁছান। তারপর দুপুর ২টায় ব্রিগেডে বক্তৃতা শুরু করেন। খবর আনন্দবাজার অনলাইনের।
রাজ্যে ক্ষমতাসীন মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন মিঠুন। দুই বছর দায়িত্বপালন শেষে তিনি পদত্যাগ করেন। গত মাসে মিঠুনের মুম্বাইয়ের বাংলোতে গিয়ে তার সঙ্গে দেখা করেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভগবত। এরপরই তার বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ওঠে। বিজেপিতে যোগ দিয়ে মিঠুন তার প্রথম বক্তৃতায় বলেন, আজকের দিনটি সত্যিই স্বপ্নের মতো।