ঢাকারবিবার , ৭ মার্চ ২০২১
  • অন্যান্য

৭ মার্চের অনুষ্ঠান শেষে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

  • মার্চ ৭, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর আলী শেখ (৪০)। এতে আহত হয়েছেন তার ছেলে ইব্রাহিম (১৮)।

রোববার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাবুরহাট গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নূর আলী শেখ শুভরাঢ়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য।

অভয়নগর থানার পরিদর্শক মিলনকুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূর আলী শেখ ও তার ছেলে রাত ৮টার দিকে বাবুরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলি নূর আলীর মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে মারা যান। তার ছেলের পাযে গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, থানায় অনুষ্ঠিত ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে ইউপি মেম্বার নিজ বাড়িতে ফিরছিলেন। রাত ৮টায় বাবুরহাট নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত সন্ত্রাসীরা তার মাথায় গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক তারই পুত্রের পায়ে গুলি লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।