ঢাকাসোমবার , ৮ মার্চ ২০২১
  • অন্যান্য

ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে

  • মার্চ ৮, ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ

আমের গাছে ঝুমকার মত থরে থরে এমন আম্র মুকুল দেখে পথিক যেন থমকে দাঁড়াবে। মনের অজান্তে হয়তো গুনগুন করে গাইবে কবি গুরু রবিন্দ্রনাথের গানের সেই পঙতিমালাঃ ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে– । রাজশাহীর আম বাগান জুড়ে এখন কেবলী আম্রমুলের পাগল করা দৃশ্য। ছবিটি রাজশাহী চারঘাট আড়ানী তেকে তোলা




ছবিঃ যাযাবর বাউল