নিজস্ব প্রতিবেদক: কবি রওশন কেয়ার প্রথম কাব্যগ্রন্থ জলজোছনার প্লাবনের মোড়ক উন্মোচন আজ সোমবার ( ৮ মার্চ) নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কথাশিল্পী এই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান রাশেদা খালেক। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, রাবি বাংলা বিভাগের অধ্যাপক ড. পি.এম শফিকুল ইসলাম , বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আক্তার। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা নাট্য ব্যাক্তিত্ব সুখেন মুখার্জী, কবি সাহিত্যিক অচিন্ত্য কুমার সরকার, আলোচকগণ বলেন রওশন কেয়ার এই প্রথম কাব্যগ্রন্থ জলজোছনার প্লাবন একটি সুন্দর এবং স্বপ্ন দেখার কাব্যগ্রন্থ যা আগামীর পথে এগিয়ে যেতে প্রেরণা সৃষ্টি করবে। তারা আশাব্যাক্ত করে বলেন ছোটবেলা থেকেই কবি রওশন কেয়ার যে স্বপ্ন ছিল তা অনেকটা পূরণ হয়েছে এই কাব্য গ্রন্থটি তাকে আরো গ্রন্থ লিখতে প্রেরনা জোগাবে যেভাবে তিনি নিজেকে গড়ে তুলেছেন। অত্যন্ত মেধাবী রওশন কেয়া একাধারে শিক্ষক লেখক কবি অভিভাবক নাট্যশিল্পী উপস্থাপক। তিনি সকলকে সুন্দর স্বপ্ন দেখার যে প্রেরণা জোগালেন তা অন্যদের আগামীতে লেখালিখির ক্ষেত্রে উৎসাহ জোগাবে।
কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কবি রওশন কেয়া
জলজোছনার প্লাবন` কাব্যগ্রন্থের কবির পুরো নাম রওশন আরা বেগম। কিন্তু তিন রওশন কেয়া নামেই কবিতা লিখেন। এই আয়োজনে কবি রওশন কেয়ার রত্মাগর্ভা মা ফরিদা ইসলাম উপস্থিত ছিলেন। তিনি তার অনুভূতিতে বলেন পারিবারিকভাবে তারাকবি রওশন কেয়াকে উৎসাহ প্রেরণা জুগিয়েছেন, তাদের প্রেরণা উৎসাহে রওশন কেয়ার এতদূর এগিয়ে আসা। তিনি তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।