প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি গণমাধ্যম কর্মীদের এতথ্য জানান।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ মার্চ ২০২১ তারিখ ১৩৩০ রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে ০৭ জনের একটি বিশেষ টহল দল রাজশাহী জেলার কাটাখালী থানাধীন চর খিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ০৬টি প্লাষ্টিক বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,৯৪,৮৬০/- (তিন লক্ষ চুরানব্বই হাজার আটশত ষাট) টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক/সনাক্ত করা যায়নি। মাদকদ্রব্য সমূহ প্রচলিত নিয়ম অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।