দিনাজপুর সংবাদাতাঃ কাহারোলে অগ্নিকান্ডে ১৬ টি দোকান ঘর পুড়ে ভষ্মীভূত। ক্ষয় ক্ষতির পরিমান ৯ লক্ষ ৯০ হাজার টাকা। অগ্নিকান্ডে কেউ হতাহতর খবর পাওয়া যায়নি।
উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন ও স্থানীয়রা জানান, কাহারোল উপজেলা সুন্দরপুর ইউনিয়নের (দিনাজপুর-ঠাকুরগাঁও) মহা সড়ক সংলগ্ন ১৩ মাইল গড়েয়া হাটে ৯ মার্চ ২০২১ বেলা সোয়া ১২ টার দিকে গড়েয়া হাটে মিজানুর রহমানের তুলার দোকানের ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে মূহুর্তের মধ্যে আশপাশে আগুন ছড়িয়ে পড়লে হাটের ১৬ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা সদরে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে ৯ লক্ষ ৯০ হাজার টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।