স্পোর্টস রিপোর্টার: মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ওয়ালটন মহিলা ডেভলপমেন্ট স্বাধীনতা কাপ হকি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৪ মার্চ বিকেল সোয়া ৪টার পরিবর্তে দুপুর সোয়া ১টায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে নড়াইল জেলা বনাম যশোর জেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং বিশেষ অতিথি থাকবেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।