অনলাইন ডেস্ক: দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুলের স্ত্রী শরিফা খাতুন (৩০) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১০ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় মৃত্যু বরণ করেন।
সাংবাদিক মুকুলের স্ত্রী শরিফা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেনের রাজশাহী শাখার সভপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ সকল সদস্য বৃন্দ। শোক বার্তায় মাইয়েতের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকার্ত পরিবারের প্রতি তারা সহমর্মিতা জানিয়েছেন।
মুকুলের স্ত্রী শরিফা খাতুনের বাড়ী পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর গ্রামে। তিনি ১০বছরের একমাত্র কন্যসহ অসংখ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। আজ বুধবার সকাল ১১টায় উত্তর বালিয়া ঈদগাহ্ মাঠে জানাযা শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।