ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সফরে শুক্রবার রাজশাহী আসছেন রেলমন্ত্রী

Paris
  • মার্চ ১১, ২০২১, ৬:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দুই দিনের সরকারি সফরে শুক্রবার (১২ মার্চ) সকালে রাজশাহীতে আসছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। রেল মন্ত্রণালয়ের তৈরীকৃত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী- রেলমন্ত্রী শুক্রবার সকাল ১০ টা ৪০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর হযরত শাহমখমুদ বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। দুপুর আড়াইটায় রাজশাহী রেলওয়ে স্টেশন হতে স্পেশাল ট্রেনযোগে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকাল সাড়ে ৩টায় রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন। সেখান থেকে রাজশাহীতে ফিরে এসে ওইদিন সন্ধ্যা ৬টায় পরিদর্শন করবেন কোর্ট স্টেশন। সন্ধ্যা ৭টায় রাজশাহী সার্কিট হাউজে গিয়ে রাত্রিযাপন করবেন তিনি।

পরের দিন শনিবার (১৩ মার্চ) সকাল ১০টায় রাজশাহী নগরীর নানকিং দরবার হলে আদর্শ রেলওয়ে স্টেশন ও সার্বিক যাত্রী সেবার মান উন্নয়নে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রেলওয়ে স্টেশনে পাবলিক টয়লেট নির্মাণ,সংস্কারসহ ওয়াশ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক শিন বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। দুপুর ২টায় রাজশাহী সার্কিট হাউজে যাবেন এবং দুপুরের খাবার গ্রহণ করবেন। এরপর বিকাল ৫টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন মন্ত্রী।

সরকারি এই সফরে রেল মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালক, মন্ত্রীর একান্ত সচিব, উপ-সচিব, প্রশাসন-৪, সহকারি একান্ত সচিব এবং সিনিয়র তথ্য কর্মকর্তা মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়।