অনলাইন ডেস্ক: দ্বিতীয় বিয়েতে পরিবার রাজি না হওয়ায় বিদ্যুতের খুঁটির উপর উঠে বসল এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুর জেলার মাধাভাও গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের নাম সবরণ সিংহ। তাঁর বয়স ৬০। তাঁর ৫ ছেলে-মেয়ে ও নাতিনাতনি রয়েছে। তাঁরা কেউই এই আবদারে সম্মত নন। ৪ মাস আগে বৃদ্ধের স্ত্রী মারা গিয়েছে। তাই এখন আবারও একটি বিয়ে করতে চান তিনি। পরিবারের সম্মতি না পেয়ে শেষ পর্যন্ত প্রতিবাদ করতে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন ওই বৃদ্ধ। মজা দেখতে ভিড় জমান গ্রামবাসীরাও।
ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা যায় বৈদ্যুতিক খুঁটিতে চড়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন ওই বৃদ্ধ। বারবার তাঁকে নীচে নেমে আসার জন্য অনুরোধ জানান পরিবারের লোকেরা। কিন্তু কোনওভাবেই তাঁকে শান্ত করা যায় নি। শেষ পর্যন্ত গ্রামবাসীরা পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরেও। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় ওই এলাকায়। শেষে এক যুবক বৃদ্ধকে ওই খুঁটি থেকে নামিয়ে আনেন। বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয় তাঁর কোনও প্রেমিকা আছে কিনা। তিনি বলেন, ‘প্রেমিকা নেই তাঁর। তিনি যাঁকে খুশি বিয়ে করতে পারেন। শুধু একজন সঙ্গী চাই তাঁর।’