ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  • অন্যান্য

বিএনপি ক্ষমতায় থেকে রেল ব্যবস্থাকে ধ্বংস করেছে: রেলমন্ত্রী

  • মার্চ ১২, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক : জনবল নিয়োগে রেলের নীতিমালা চুড়ান্ত হয়েছে  আগামী ১৫ দিনের মধ্যে ১০ থেকে ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শুক্রবার (১২মার্চ) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, লোকবল ও অবকাঠামো উন্নয়সহ  রেলের সার্মথ্য বাড়ানো গেলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে রেল যোগাযোগ আরও তরান্বিত হবে। প্রতিমাসে ভারত থেকে অন্তত দেড় শতাধিক ট্রেন দেশে আসছে। ভারত সড়ক পথের তুলনায় রেলপথে পন্য পরিবহণে বেশী আগ্রহী।

রাজশাহী স্টেশন হতে আব্দুলপুর পর্যন্ত ডাবল রেল পথ কাজের অগ্রতির বিষয়য়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দেশে সব সিঙ্গেল রেলপথ থাকার কারনে বিভিন্ন স্টেশনে ট্রেনকে সাইড দিতে গিয়ে সময়ের যে অপচয় তা থেকে বেরিয়ে আসার জন্য কাঠামোগত পরিবর্তন করতে হবে। দেশের সব জেলায় মিটারগেজ ও ব্রডগেজ সংযোগ থাকবে তা নিয়েও কাজ করছি।  ডাবল লাইনের কথা কেবল আব্দুলপুর নয় ঢাকা পর্যন্ত করার চিন্তা করছি। মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থেকে রেলের কনো উন্নয় করেনি বরং রেল ব্যবস্থাকে তারা  ধ্বংস করেছে । আমরা দেশের সব জেলাকে রেলের আওতায় আনার জন্য করে যাচ্ছি। রেল ব্যবস্থাকে আরো কীভাবে আধুনিক, যুগপোযোগি এবং মানুষের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলা যায় সেই চেষ্টা করছি।

সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে  মন্ত্রী একটি স্পেশাল ট্রেনযোগে  রাজশাহী স্টেশন হতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা  শরু করেন। বিকাল সাড়ে ৩টায় তিনি রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন। সেখান থেকে রাজশাহীতে ফিরে এসে আজ সন্ধ্যা ৬টায় পরিদর্শন করবেন কোর্ট স্টেশন। সন্ধ্যা ৭টায় রাজশাহী সার্কিট হাউজে গিয়ে রাত্রিযাপন করবেন তিনি।

পরের দিন শনিবার (১৩ মার্চ) সকাল ১০টায় রাজশাহী নগরীর নানকিং দরবার হলে আদর্শ রেলওয়ে স্টেশন ও সার্বিক যাত্রী সেবার মান উন্নয়নে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় রেলওয়ে স্টেশনে পাবলিক টয়লেট নির্মাণ,সংস্কারসহ ওয়াশ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক শিন বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। দুপুর ২টায় রাজশাহী সার্কিট হাউজে যাবেন এবং দুপুরের খাবার গ্রহণ করবেন। এরপর বিকাল ৫টা ৪০ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন মন্ত্রী।