ঢাকাশুক্রবার , ১২ মার্চ ২০২১
  • অন্যান্য

সুস্থ হয়ে ওঠো বাঘিনী’, মমতার আরোগ্য কামনায় টলি তারকারা

  • মার্চ ১২, ২০২১, ৬:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: নন্দীগ্রামে প্রচারে গিয়ে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ে গিয়ে পায়ে চোট পান তিনি। এরপরই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তরজা চলে রাজনৈতিক মহলে। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা জানান প্রত্যেকে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর দ্রুত আরোগ্য কামনায় টুইট করলেন টলি তারকারা।


সদ্য তৃণমূলে যোগ দেওয়া ও নির্বাচনে প্রার্থী হওয়া তারকারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেন। রাজ চক্রবর্তী লেখেন, অনেক লড়াই বাকি, তুমি তারাতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। এছাড়া কৌশানী মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই তাঁর উদ্দেশ্যে টুইট করেন।