অনলাইন ডেস্ক: নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি জি-ব্লকের মোবারক হোসেনের টিনশেড ভাড়াঘরে রীমা আক্তারকে হত্যার সঙ্গে জড়িত স্বামী তাজুল ইসলাম প্রকাশ তাজুকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (১৪ মার্চ) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। বাংলানিউজ
তাজুল নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত শাহ আলম চৌধুরীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আকবর শাহ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফ উদ্দীন।
তিনি জানান, ঝগড়ার জেরে তাজুল ইসলাম তাজু গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রী রীমা আক্তারকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। হত্যাকাণ্ডের পর তাজু পালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় চলে যায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ রবিবার বিকেলে রীমা আক্তারকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে হাজির করা হয় তাকে। সাত দিনের রিমান্ডে আবেদন করে শুনানি শেষে আদালত দু’দিন মঞ্জুর করেছে।
গত শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে তাজুলের স্ত্রী রীমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।