অনলাইন ডেস্ক: আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও আজ শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২৯ মার্চ শবে বরাত পালনের কথা জানিয়েছেইসলামিক ফাউন্ডেশন।
রবিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইসলামি ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন জানান, দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ১৬ মার্চ থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।