ঢাকারবিবার , ১৪ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রংধনু রাঙ্গাপরী গোল্ডকাপ নাইট ক্রিকেটের উদ্বোধন

Paris
  • মার্চ ১৪, ২০২১, ৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে রংধনু রাঙ্গাপরী গোল্ডকাপ নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে নগরীর  ১৯ নং ওয়ার্ড সিরোইল কলোনী হাইস্কুল মাঠে এই খেলার উদ্বোধন হয়। রাঙ্গাপরী ডেভোলোপারস এন্ড প্রোপাটিজ এর চেয়ারম্যান আলহাজ্ব মো: মাসুম সরকার খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন।  খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পেোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন।  বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ৭, ওয়ার্ড- ১৯,২০,২১ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি। এছাড়াও উপস্থিত ছিলেন, রংধনু রাঙ্গাপরী গোল্ডকাপ নাইট টুর্নামেন্টের আয়োজক ও আহ্বায়ক আব্দুল কাদের উৎসব খাজা খালেদ লিজার, ফিট লাইফ জিমের পরিচালক তাজসহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করছে এবং নকআউট পদ্ধতিতে খেলাটি পরিচালিত হবে বলে আয়োজকরা জানান।