অনলাইন ডেস্ক: আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ লক্ষ্যে রবিবার রমজানে দ্রবমূল্য নিয়ন্ত্রণসহ জনসাধারণের প্রত্যাশিত সেবা নির্বিঘ্ন করার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে জননিরাপত্তা সচিব, স্থানীয় সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য, বিদ্যুত, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, শিল্প, স্বাস্থ্য সেবা বিভাগ, ধর্ম, রেলপথ, নৌ ও বিমান পরিবহন, পর্যটন সচিব, ডিএমপি পুলিশ কমিশনার, ঢাকা ওয়াসা, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, এফবিসিসিআই ও বিজিএমইএ সভাপতি অংশগ্রহণ করেন।
জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রমজান সামনে রেখে নিত্যপণ্যের সার্বিক পরিস্থিতি বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে অবহিত করা হয়েছে। ওই সময় কোন পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশ ও পরামর্শ দেয়া হয় । দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা স্বার্থ রক্ষায় বাজার তদারকি বাড়ানো ও নিয়মিত বাজার মনিটরিং করার ওপরও জোর দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
জানা গেছে, রমজান মাস সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত বাজার মনিটরিং খোঁজখবর নেয়া হবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। রোজার সময় যানটন নিয়ন্ত্রণ, করোনা সংক্রমণ রোধে সামাজিক নিরাপত্তা দূরত্ব মেনে চলার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। এছাড়া শব-ই-বরাত, রোজা ও ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন রকম অবনতি না হয় সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। জানা গেছে বৈঠকে পেঁয়াজ, ভোজ্যতেল, চাল, ডাল, আটা, চিনি, ছোলা, খেজুর, মুরগি, মাছ, তরল দুধ এবং রমজানে বেশি ব্যবহার হয় এমন সব নিত্যপণ্যের সরবরাহের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। রোজায় এসব পণ্যের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এ কারণে বাজারে দাম বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে আগেভাগে প্রস্তুতি নেয়া হলে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়েছে।