ঢাকারবিবার , ১৪ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের উদ্বোধন

Paris
  • মার্চ ১৪, ২০২১, ৬:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজশাহী নগরের দড়িখরবোনা এলাকায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৪ মার্চ) বিকেলে অফিসের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশে নিযুক্ত রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক তানজিমুল হক,  রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, সিনিয়র সদস্য কাজী গিয়াস, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের বর্তমান কমিটির সহ-সভাপতি তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, নির্বাহী সদস্য মো. আনিসুজ্জামান, শরিফুল ইসলাম তোতা, সিনিয়র ফটোসাংবাদিক আজহার উদ্দিন, সেলিম জাহাঙ্গীর,সালাহ্ উদ্দিন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ আরইজে সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ ছিলেন।