ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অলৌকিকভাবে জীবিত গাছে আগুন, আতঙ্কে পথচারীরা!

Paris
  • মার্চ ১৫, ২০২১, ৬:৪৪ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি: ব্যস্ততম সড়ক, সবাই ছুটছে নিজ গন্তব্যের। হঠাৎ রাস্তার পাশে অলৌকিকভাবে জীবিত এক গাছে আগুন দেখে আতঙ্কে পড়ে পথচারীরা। সবাই বিষয়টিকে ভৌতিক কান্ড ভেবে এড়িয়ে গেলেও স্থানীয়দের খবরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে সেই গাছের আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছে, ব্যস্ততম সড়কের পাশে গাছটি দারিয়ে ছিল কোন এক শুনসান নিরিবিলি পরিবেশে। যাওয়া-আসার মাঝে রাস্তার পাশে এক গাছের গোড়ায় আগুন দেখে ভয়ে থামছিলোনা কেও। হঠাৎ এমন আগুন সবাইকে ভাবিয়ে তোলে। গাছের গোড়ার মাঝখানে কিছুটা ফাঁকা ছিলো আর সেই ফাঁকা স্থানে আগুন জ্বলছিলো।

সোমবার (১৫ মার্চ) রাত ৮টার সময় পঞ্চগড়ের জালাসি-টুনিরহাট রোডের তালমা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশে এই ঘটনাটি ঘটে। মুহূর্তে বিষয়টি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়

স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা গেছে, সবাই আতঙ্কিত, ভূত মনে করে কেউ দাঁড়াচ্ছিলোনা। বিষয়টি সবার কাছে আশ্চর্যজনক মনে হচ্ছিল। কেউ ভাবছে কালা জাদুকরে এমনটি কারা হয়েছে। জীবিত একটি গাছের গোরায় কিভাবে আগুন জ্বলছে? এমন বিষয় সবার কাছে আশ্চর্যজনক হওয়ায় মুহুর্তে সকল পথচারি আতঙ্কিত হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে থাকা সেই গাছের আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ারম্যান নাহিদ হাসান জানান, কেবা কারা গাছের গড়ায় আগুন জালিয়ে দেয় তবে বর্তমান গাছটি সাভাবিক অবস্থায় আছে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিরঞ্জন সরকার বলেন, যে কোনো অগুন নিয়ন্ত্রে আনতে আমরা সব সময় প্রস্থুুত। তাই খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেই গাছের গোড়ার আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাভিক করে। ধারণা করা হচ্ছে গাছের গোড়ায় আগুনটি লাগানো হয়েছে।