ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  • অন্যান্য

প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ভাস্কর্য উপহার দিল চীন

  • মার্চ ১৫, ২০২১, ৭:৪৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উপহার দিয়েছে চীন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এ উপহার দেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

সোমবার (১৫মার্চ) গণভবনে এই উপহার হস্তান্তর করা হয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ভাস্কর্য হস্তান্তর করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ঢাকায় আসতে না পারলেও ভিডিওবার্তা পাঠাবেন।