ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  • অন্যান্য

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না ॥ তোফায়েল আহমেদ

  • মার্চ ১৫, ২০২১, ৬:০৭ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারন করে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

আজ সোমবার (১৫মার্চবি) কালে ভোলা গজনবী স্টেডিয়ামে ভোলা জেলা ছাত্রলীগ আয়োজিত মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টি-২০ ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

টেলিকনফারেন্সে কেন্দ্রীয় ছাত্র লীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ভোলার এমন সুন্দর আয়োজনকে স্বাগত জানান। সাবেক ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলমের সঞ্চালনায় ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আলম মামুন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সমাজকল্যান ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। খেলায় ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদের সবুজ দল ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে বিজয়ী হয়। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহামুদ হিমেলের লাল দল ১৯ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করে রানার্সআপ হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ হন ছাত্রলীগ সভাপতি রায়হান।

সূত্র: জনকণ্ঠ