ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  • অন্যান্য

নানান আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন রাজশাহীর বীর মুক্তিযোদ্ধারা

  • মার্চ ১৭, ২০২১, ৬:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:  আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন দিন ও জাতীয় শিশু দিবস। দিনটিকে ঘিরে রাষ্ট্রীয় ভাবে নানান কর্মসূচি হাতে নিয়েছে। মুজিব শতবর্ষ এই জন্মদিন পালন করায় দিনটির গুরুত্ব অনেক বেড়ে গেছে। প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে ছাড়াও এই দেশের বীর সন্তানরা যারা জাতির জনকের ৭ মার্চের স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন সেই বীর মুক্তিযোদ্ধারা রাজশাহীতে নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন।

জাতির জনকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ছাড়াও রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয়ে বেলা ১১ টায় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো: শাহাদুল হক মাস্টারের সভাপতিত্বে এসব কর্মসূচি পালন করা হয়। সভায় জাতির জনকের জীবনের উপর মুক্তিযোদ্ধাবৃন্দ স্মৃতিচারণ মূলক আলোচনা ও তার সংগ্রামী জীবনের কথা তুলে ধরা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধুর বিদেহী আত্নার মাগফিরাত ও তার কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তার শহিদ পরিবারের জন্য দোয়া কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী সংরক্ষিত আসনের সাবেক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জিন্নাতুন নেসা তালুকদার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা রুহল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান প্রমুখ।