ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  • অন্যান্য

নানা আয়োজনে জেলা উপজেলায় জাতির পিতার জন্মশতবার্ষিকী পালিত

  • মার্চ ১৭, ২০২১, ৭:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিভিন্ন জেলা উপজেলায় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, কেককাটা ও আলোচনা সভা, মাইকে ভাষণ প্রচার, দোয়া মাহফিল, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনে চিত্রাংকন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাসিক কাউন্সিলর কামরুজ্জামান কামরুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চিত্রাংকন প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী আর্ট কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল হক, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন সেলিম, মহিষবাথান ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল। সার্বিক পরিচালনায় ছিলেন রাসিক জোন-২ এর সংরক্ষিত কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। অতিথিদের ফটোগ্যালারী ঘুরে দেখান কাউন্সিলর কামরুজ্জামান কামরুর তনয়া প্রিতম।

পবা
পবায় কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এতিম ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, আরএমপি কাটাখালি থানা ওসি জিল্লুর রহমান, এয়ারপোর্ট থানা ওসি নূর-ই-আলম সিদ্দিক, কাশিয়াডাঙা থানা ওসি এসএম মাসুদ পারভেজ, শাহমখদুম থানা ওসি সাইফুল ইসলাম। পবা উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম, ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম মোস্তফা, বেগম সুফিয়া হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, মফিদুল ইসলাম বাচ্চু, কামরুল হাসান রাজ, উপজেলা মহিলা আওয়ামী লীগ সেক্রেটারী আফরোজা বেগম, যুব মহিলা লীগ সভাপতি হাসিনা বেগম, সাধারণ সম্পাদক মুসলিমা আকতার খুশি প্রমুখ। পবা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে কেক কাটেন পবা সাব-রেজিস্ট্রার রওশন আরা। সমিতির সাধারণ লুৎফার রহমান তারেকের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান। উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য এজার আলী, সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদিকুজ্জামান কাজল প্রমুখ। নওহাটা পৌরসভার কর্মসূচির মধ্যে ছিল কেককাটা, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা। পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আজিজুল হক, দিদার হোসেন ভুলু, মাসুদ পারভেজ, মোখলেছুর রহমান, আবু বাক্কার সিদ্দিক, হাবিবুর রহমান, আফতাব উদ্দিন, আসমা বেগম, রেশভানু বেগম, রাশেদা বেগমসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

চারঘাট
চারঘাট প্রতিনিধি জানান, চারঘাটে জন্মশতবাষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। চারঘাট মডেল থানার তত্ত্ববধানে বুধবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবস উদযাপনের সূচনা করেন। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর হতে চারঘাট বাজার পর্যন্ত আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরী, আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, নবনির্বাচিত মেয়র একরামুল হক, ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশিকুর রহমান, পৌর সচিব রবিউল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাছসহ উপজেলা সরকারী কর্মকর্তা ও আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

তানোর
তানোর প্রতিনিধি জানান, তানোরে উপজেলা প্রশাসনসহ আ’লীগ জন্ম বার্ষিকী পালন করেছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো’র সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকল ১০ টার দিকে তানোর উপজেলা আ’লীগের উদ্যোগে তানোর গোল্লাপাড়া বাজার দলীয় কার্যালয়ে আলোচনা ও কেক কাটা হয়। তানোর উপজেলা আ’লীগ সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর পৌর মেয়র ইমরুল হক, তানোর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার প্রমুখ। তানোর পৌর আ’লীগ সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল আহাদ মন্ডলের সভাপতিত্বে ও তানোর পৌর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। বাঘা উপজেলা প্রশাসন এবং বাঘা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ-সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পৃথক-পৃথক ভাবে এই দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন করেন। উপজেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘা উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু প্রমুখ।

দুর্গাপুর
দুর্গাপুর প্রতিনিধি জানান, দুর্গাপুরে নানা আয়োজনে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে¡ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী। এ সময় সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্কুল, কলেজ এর শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোহনপুর
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, জন্মশত বার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পবা মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিন, মোহনপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষে ্উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সানোয়ার হোসেন, পুলিশ প্রশাসনের পক্ষে ওসি তদন্ত তৌহিদুর রহমান, মোহনপুর সরকারি কলেজ,ে মাহনপুর গার্লস কলেজ, মোহনপুর মহিলা কলেজ, মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দলিল লেখক সমিতি পুষ্পস্তবক অর্পন করেন। এর পর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা শুরু হয়। বিকালে মোহনপুর ফুটবল একাডেমীর আয়োজনে মোহনপুরের মহব্বতপুর ফুটবল দল বনাম বাগমারার ভবানীগঞ্জ ফুটবল দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বড়াইগ্রাম
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, বড়াইগ্রাম পৌরসভা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, এতিমদের মাঝে খাবার বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে আয়োজিত সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মেয়র মাজেদুল বারী নয়ন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার ও মৌটুসী আক্তার মুক্তা এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সবুর খান।

লালপুর
লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, লালপুর উপজেলা প্রাশাসন ও আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনটি পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপজেলা পরিষদ এর মিলাতয়াতনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, মাহামুদুল হক মুকুল, পল্লী বিদ্যুৎ সমিতি ডিপুটি ম্যানেজার রেজাউল করিম, লালপুর থানার ওসি ( তদন্ত) আবু সিদ্দিক প্রমুখ।

ভোলাহাট
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সাড়ে ৯টার দিকে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়। পর্যায়ক্রমে শিশু সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, আলোচনা সভা, হাসপাতাল, এতিমখানা, শিশু পরিবারের মাঝে মিষ্টান্ন ও উন্নমানের খাবার বিতরণ। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান ও অফিসার ইনচার্জ মাবুবুর রহমান।

পত্নীতলা
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পুস্পমাল্য অর্পণ করে। উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদুজ্জামান সরকার এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, অফিসার ইনচার্জ শামসুুল আলম শাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বদলগাছী
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও অঙ্গ সংগঠন। নির্বাহী অফিসার আবু তাহির এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন রাজশাহী বিএমডিএর চেয়ারম্যান সাবেক এমপি ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খাঁন, থানা অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.জ.ম. শফি মাহামুদ ও সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দীন এফ. এফ প্রমূখ। আলোচনা সভা শেষে জন্মশতবার্ষিকী উপলেেক্ষ কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার। কেক কাটার পর এক সাংস্কৃকিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধামইরহাট
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, যথাযথ মর্যাদায় জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পন করেন শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, ধামইরহাট থানা পুলিশ, যুবলীগ, স্বেচ্ছাসবকলীগ, পৌর আওয়ামীলীগ, মহিলা আ’লীগ, ছাত্রলীগ, সরকারি এম এম কলেজ, চকময়রাম মডেল সরকারি, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা প্রেসক্লাব, কে-ফোর্স, ঘাতক দালাল নির্মুল কমিটি, পারগানা বাইসিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। পরে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অণুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, ওসি আব্দুল মমিন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা প্রমুখ বক্তব্য রাখেন।

পোরশা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, জন্মদিবস ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুছ আলীসহ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ্যে সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন এবং পোরশা থানার পক্ষ্যে অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন পুলিশ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, মান্দায় তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণসহ কেক কাটার মধ্যদিয়ে দিবস পালন করা হয়েছে। ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, মুক্তিযোদ্ধা খোদাবকস মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, শিক্ষক কান্তি কুমার সরকার প্রমুখ।

নওগাঁ
নওগাঁ ব্যুরো জানান, নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয় দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ। পরে একে একে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, জেলা আওয়ামীলীগ, মেডিকেল কলেজ, সিভিল সার্জন, বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, হাসপাতাল তত্বাবধায়ক, খাদ্য বিভাগ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি, জেলা প্রেসক্লাব, জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অপরদিকে, জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিটি নিরবতা, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামীলেিগর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানান, বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে কেক কাটা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শেষে শহীদ সাটু হল এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামান এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব পুস্পস্তবক অর্পণ করেন । পরে, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, জেলা দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল আদালত, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন। অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্দোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কেক কাটা হয়। পরে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সেখানে এক পথসভা করে। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, উপজেলা পরিষদের আয়োজনে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। ভবানীপুর ডিগ্রী কলেজ হলরুমে কেক কেটে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ মবিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আব্দুল মোত্তালেব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রেজোয়ানুর রহমান। কেক কাটা, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতার মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। বিকেলে শহীদ মিনারে আলোচনার মাধ্যদিয়ে দিবসটি পালন করে পার্বতীপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন।