নীলফামারী সংবাদদাতা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম শতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ’এর উদ্যোগে পথ শিশু, বিভিন্ন মাদরাসা, এতিমখানাসহ শহরের বিভিন্ন প্রান্তে ১৫ মন মিষ্টি বিতরণ করা হয়।
আজ বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু চত্বরে শিশুদের মিষ্টি খাইয়ে এর আনুষ্ঠানভাবে উদ্বোধন করেন পৌর মেয়র। এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম), পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর এ কে এম মরতুজ আলী, স্বাস্থ্য পরিদর্শক ফরিদ আহমেদ, পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রানা ইসলাম উপস্থিত ছিলেন।
পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম শতবর্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমার নিজ উদ্যোগে জেলা শহরের পথ শিশু, বিভিন্ন মাদরাসা, এতিমখানা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন সহ শহরের বিভিন্ন প্রান্তে ১৫ মন মিষ্টি বিতরণ করা হয়। পৌরসভার পক্ষ থেকে মাস্ক বিতরণ সহ করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে পৌরপিতা হিসেবে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান করছি।