ঢাকাবুধবার , ১৭ মার্চ ২০২১
  • অন্যান্য

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পুষ্পস্তবক অর্পণ

  • মার্চ ১৭, ২০২১, ৬:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিক ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুর রশিদ। এসময় উপস্থিত থেকে আরো শ্রদ্ধা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন, ওয়ার হাউস ইন্সপেক্টর মো: ফারুক আহম্মেদ, ওমর ফারুক, মো: রবিউল আওয়াল, মো: আবু হাশেম, মো: ইব্রাহীম চৌধুরী ও সিফাত হোসেন, স্টেশন অফিসার লতিফুরবারীসহ অত্র স্টেশনের ফায়ার ফাইটারা।