অনলাইন ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকাল ৯ টার দিকে কলেজের সূবর্ণজয়ন্তী স্মৃতি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগর ভবন ও কামরুজ্জামান চত্ত্বর হয়ে কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় কলেজ চত্ত্বরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বৃক্ষরোপন করা হয়।
রাজশাহী সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে এবং সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মু. কামাল হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মোল্লা। এসময় শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. মতলেবুর রহমান সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমাছ উদ্দিন, আফসানা ফেরদৌস, আনোয়ার হোসেন, মাহাতাব উদ্দিন, পার্বনী দাস, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক মো. মোজাফফার হোসাইন, ড. মো. সাইফুল ইসলাম, মো. সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পর্যায়ক্রমে জাতীয় সঙ্গীত পরিবেশন, চিত্রাঙ্কন প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, কেক কাটা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, গান, নাচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটির পরিসমাপ্তি ঘটে।