ঢাকাবৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১
  • অন্যান্য

দুটি মাথার অদ্ভুত ছাগলের বাচ্চা

Paris
  • মার্চ ১৮, ২০২১, ৫:৩০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: দুটি মাথা, চারটি চোখ- এমন অদ্ভুত আকৃতির একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে রাজশাহীতে। বৃহস্পতিবার (১৮মার্চ) দুপুরে মহানগরীর বুলনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে এলাকায়।

ছাগলটির মালিকের নাম আনোয়ার হোসেন। পেশায় তিনি একজন নৈশ্যপ্রহরী। আনোয়ার জানান, ৩০ বছর ধরে ছাগল লালন-পালন করেন তিনি। এখন তার বাড়িতে মোট পাঁচটি ছাগল। এর মধ্যে একটি ছাগী বৃহস্পতিবার দুপুরে পাঁচটি বাচ্চার জন্ম দিয়েছে। এর একটির শারীরিক গঠন ভিন্ন।

আনোয়ার বলেন, দুটি মাথা, চারটি চোখ আর দুই কানের এমন ছাগল কখনও আমার চোখে পড়েনি। এ রকম বাচ্চার জন্ম নেয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা তা দেখার জন্য ভিড় করছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসমাইল হক বলেন, দুটি ভ্রণ আলাদা আলাদা বেড়ে ওঠার কথা ছিল। কিন্তু কোন কারণে মাথা দুটি আলাদা হলেও শরীরটা একই থেকে গেছে। এটা হতে পারে। তবে সাধারণত হয় না।