অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ উপপরিচালক সৈয়দ মইনুল হাসান বৃহস্পতিবার (১৮মার্চ) এক চিঠিতে প্রতিষ্ঠান প্রধানকে এ কথা জানিয়েছেন।
তিনি তালিকায় সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এ চিঠিতে উল্লেখ করেছেন। সারাদেশের দ্বিতীয় থেকে দশম স্থান অর্জন করা স্কুলগুলো হলো যথাক্রমে মুন্সিগঞ্জের ইছাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, খুলনা পাবলিক কলেজ, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং গোপালগঞ্জের বিনয়কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়।
চিঠিতে বলা হয়েছে, মহান মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত জাতীয় শিক্ষাক্রমের আলোকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা বিষয়ক শিক্ষাক্রমে বর্ণিত মুক্তিযুদ্ধ বিষয়ক শিখনফল ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নিরুপণ করার জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিচারকার্য শেষ হয়েছে। এর মাধ্যমেই সারাদেশের সেরা ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।