ঢাকাবৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১
  • অন্যান্য

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কেকের বদলে পাউরুটি কাটায় ৪ জন কারাগারে

  • মার্চ ১৮, ২০২১, ৭:২৮ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলেক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বোরতলা মাদ্রাসায় কেক না কেটে শিক্ষার্থীদের কেকের বদলে পাউরুটি কেটে শিক্ষার্থীদের পাউরুটির টুকরো দেয়ার ঘটনায় আটক ৪ জনকে বৃহস্পতিবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ ।

গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, বুধবারের ঘটনায় আটক মাদ্রাসার সুপার আব্দুস সালাম ও সহকারি শিক্ষক গোলাম কবীর,আজমল আলীও কুতুবুল আলম কে বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়।

গোমস্তাপুর থানায় বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলীর দায়ের করা মামলার এজাহার ভুক্ত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।