রংপুর সংবাদদাতা: রংপুরে পলিথিন ব্যাগ উৎপাদন, গুদামজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে র্যাব ১৩ ও পরিবেশ অধিদপ্তরের সহোযোগীতায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
বৃহপতিবার (১৮ মার্চ) বিকেলে নগরের নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৫ টন পলিথিন জব্দ করা হয়।
নগরের বিভিন্ন এলাকায় পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান আগামী অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৃধা।