অনলাইন ডেস্ক: মহানগরীর উপকন্ঠে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া ব্রিজের দক্ষিণ পাশের রাস্তায় ভাঙন স্থানে ২৪ ঘন্টার মধ্যেই নির্মাণ করা হয়েছে বেইলি ব্রিজ। শুক্রবার আজ রাত থেকেই যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানা গেছে।
এদিকে শুক্রবার ব্রিজে চলাচল বন্ধ থাকায় দিনভর বিমানের ও রাজশাহী- নওগাঁ মহাসড়কের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জানা গেছে, রাজশাহী-নওগাঁ মহাসড়কের রেলগেট থেকে নওহাটা ব্রিজ পর্যন্ত প্রশস্তকরণের কাজ চলছে। বায়া ব্রিজটি পুরাতন ও সুরু হওয়ায় একই স্থানে ব্রিজ না ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে।
তবে পুরাতন ব্রিজের ওপর দিয়েই যানবাহন যাতায়াত করছিল। বৃহস্পতিবার সকালে নতুন ব্রিজের কাজের জন্য পুরাতন ব্রিজের দক্ষিন পাশের পূর্বের উইং ওয়াল (মাটি রক্ষায় হাতল) সরিয়ে ফেলা হয়।
উইং ওয়াল সরিয়ে ফেলায় ব্রিজের দক্ষিণ পাশের সড়কে ফাটল ও মাটি ধ্বসে পড়ে। কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তায় ওই ব্রিজের উপর দিয়ে ওইদিন সকাল থেকে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এতে যানবাহন ও পথচারিরা চরম ভোগান্তির মধ্যে পড়ে। বিশেষ করে মাল বোঝাই ট্রাক ও যাত্রীবাহি বাস বিপাকে পড়ে। বিকল্প পথে যানবাহন চলাচল করলেও সরু রাস্তায় এসব বড় যানবাহনগুলো চলতে গিয়ে যানজটের সৃষ্টি হয়।
যাত্রীরা প্রায় এক কিলোমিটার হেটে অন্য যানবাহনে গন্তব্যে পৌচেছেন। তবে চরম বিপাকে পড়ে আলু বোঝাই ট্রাক। সরকার, হিমালয়, পদ্মা কোল্ড স্টোরেজে ওই রাস্তা দিয়ে যেতে হয়।
দুইদিন ভারি যানবাহনগুলোকে (বাস- ট্রাক) বায়া-দুয়ারি- নওহাটা কলেজ মোড় দিয়ে চলাচল করেছে। এছাড়া হালকা যানবাহন চলাচল করছে বায়া স্কুল এন্ড কলেজের (বায়া হাট) পাশ দিয়ে। তবে রাস্তা সুরু হওয়ায় যানজটে গাড়ি পারাপারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। বায়া থেকে নওহাটা তিন কিলোমিটার ৫ মিনিটের পথ যেতে যাত্রীদের কারো কারো ৩ ঘন্টা লেগেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বিমানের যাত্রীরা।
রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বলেন, বায়া ব্রিজের দক্ষিণ পাশের পূর্ব দিকের মাটি ধ্বসে পড়ায় সেটি বন্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। পাশের রাস্তা দিয়ে যানবাহন ও পথচারী চলাচল করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই রাস্তায় সরাসরি চলাচলের জন্য বেইলীব্রিজ নির্মান করা হয়েছে। তবে ব্রিজটি ওপর যাতায়াত ওয়ান ওয়ে হওয়ায় কিছুটা অসুবিধা হবে। রাত থেকে ব্রিজটি চলাচলের জন্য খুলে দেয়া হবে।
আরএমপি এয়ারপোর্ট থানা অফিসার্স ইনচার্জ নূর-ঈ-আলম সিদ্দিকী বলেন, মাটি ধ্বসে যাওয়া সড়কে বেইলী ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই ওয়ান ওয়ে ব্রিজের ওপর দিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করবে।