ঢাকাশুক্রবার , ১৯ মার্চ ২০২১
  • অন্যান্য

রংপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • মার্চ ১৯, ২০২১, ৬:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রংপুরে ট্রেনের ধাক্কায় ওয়াসিম (৩৪) নামের এক ট্রলি চালক নিহত হয়েছে। নগরীর পাটবাড়ি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন।
নিহত ওয়াসিম পাটবাড়ি রেলগেট সংলগ্ন বস্তি এলাকার হাসু মিয়ার ছেলে।
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু জানান, ওয়াসিম পেশায় ট্রলিচালক।
শুক্রবার সকালে তার ট্রলি ধোয়ার জন্য বাড়ির পাশে রেলগেটে পানির পাইপ টানার কাজ করছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওই গেটে কোনো গেটম্যান নেই বলেও জানান কাউন্সিলর।
রংপুর রেলস্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) দেওয়ান মো. নিজাম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে জিআরপি পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।