ঢাকাশুক্রবার , ১৯ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ শাহজাদপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Paris
  • মার্চ ১৯, ২০২১, ৪:১৮ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) ভোরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার দ্বারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, ভোরে বাঘাবাড়ী ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে পথে যাত্রী তুলে শাহজাদপুরের দিকে আসছিল অটোরিকশাটি। পথে দ্বারিয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক ও দুই যাত্রী।