ঢাকাশনিবার , ২০ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে জমি জরিপ নিয়ে সংঘর্ষে আহত ৫

Paris
  • মার্চ ২০, ২০২১, ৮:০৮ অপরাহ্ণ

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে জমি জরিপকে কেন্দ্র করে মারামারিতে ৫জন আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামে রেজাউল হকের সঙ্গে আজাহার মোল্লার জমির সীমানা নির্ধারণ করতে জরিপ চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউলের পক্ষের লোকজন আজাহার মোল্লার লোকজনের ওপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।

এতে করে আজাহার মোল্লা পক্ষের ইউসুফ (২১), আজাহার মোল্লা (৬০), আবু সাইদ (২৩) ও রেজাউলের পক্ষের মারুফসহ ৫ জন আহত হলে তাদের গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ইউসুফের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ খলিলুর রহমান পাটোয়ারী বলেন, পুলিশ মারামারির খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পাওয়া গেলে মামলা দায়ের করে ব্যবস্থা নেয়া হবে।