চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: বিনোদন পেতে শনিবার (২০মার্চ) দুপুর থেকেই বারোঘরিয়া মাঠে আসতে শুরু করেন বিনোদনপ্রেমীরা কেউ হেঁটে, কেউবা সাইকেল বা মোটরসাইকেলে। উদ্দেশ্য বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘুড়ি উড়ানো উৎসব দেখা। আর বিনোদন পাওয়া ও অপরকে বিনোদন দিতে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে হাজির হয়েছিলেন নানা বয়সী মানুষ।
কোয়াড়, ঢাউস, চিলা, বেড়াসহ নানান রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। হাওয়ায় ভেসে থাকা ঘুড়ি সবার উপরে ওঠানোর লড়াই শুরু হয় বিকাল সোয়া ৪ টা থেকে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১ উপলক্ষে আনন্দ ভাগাভাগি করে নিতে শনিবার বিকাল সোয়া ৩টায় জেলা শহরের উপকন্ঠ বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া মাঠে এ উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন।
মনোমুগ্ধকর ঘুড়ি উড়ানো উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের সহধর্মিনী রওনক আরা খানম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এ ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অংশ নিতে ও দেখতে মাঠে ভিড় করে নানা বয়সী মানুষ।
এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উৎসবকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য গম্ভীরা ও ঝাণ্ডি গান পরিবেশন করা হয়।
উৎসব দেখতে আসা বাবুল রহমান জানান, ঘুড়ি উড়ানোর খবর পেয়ে দেখতে আসা হয়েছে। ছোট বেলায় গ্রামে এ প্রতিযোগিতা দেখতে পাওয়া যেত। অনেক দিন পর এ প্রতিযোগিতা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। প্রতিবছর এ ধরনের আয়োজন করার দাবি জানান তিনি।
বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে খুবই আনন্দ লাগে। প্রতিবছর জেলা প্রশাসন এ ধরনের আয়োজন করলে বর্তমান প্রজন্ম বাংলার ঐতিহ্য সম্পর্কে ধারণা পাবে। নিজে আনন্দ পাওয়া আর অন্যকে আনন্দ দেয়ার উদ্দেশ্যেই এ প্রতিযোগিতা।