অনলাইন ডেস্ক : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে জাতীয় এবং মহিলা লীগের দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা সহ বেলুন উড়িয়ে দেয়া হয়। শনিবার (২০মার্চ) ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে উপজেলা মহিলা আওয়াী লীগের আয়োজন এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে কহিনুর বানুকে সভাপতি এবং জাহানারা বেগমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। দীর্ঘ ৭ বছর পর জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মহিলা লীগের এই সম্মেলন। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী রাজনীতি সাথে মহিলা আওয়ামী লীগ জড়িত। মহিলা আওয়ামী লীগ চড়াই-উৎরায় পেরিয়ে এরই মধ্যে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। মহিলা লীগের রাজনীতির সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। সেই সংগঠনের একটা অংশ হচ্ছে মহিলা লীগ। মহিলা লীগ সব নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগি সংগঠন হিসেবে সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ।