ঢাকাশনিবার , ২০ মার্চ ২০২১
আজকের সর্বশেষ সবখবর

যমুনায় স্রোতে হারিয়ে গেলো নারী

Paris
  • মার্চ ২০, ২০২১, ২:৫৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বগুড়ার ধুনটে যমুনা নদীতে গোসল করতে নেমে চায়না খাতুন (৪৫) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

শনিবার (২০মার্চ) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরিদলের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। তবে নিখোঁজ চায়নাকে উদ্ধার করতে পারেনি।

চায়না খাতুন উপজেলার মাধবডাঙ্গা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত আজিম উদ্দিনের স্ত্রী।

জানা যায়, যমুনা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে কাজিপুর উপজেলার মাজবাড়ী গ্রামের আজিম উদ্দিন পরিবার পরিজন নিয়ে প্রায় ২০ বছর আগে মাধবডাঙ্গা বাঁধে আশ্রয় নিয়েছিলেন। অন্যান্য দিনের মতোই শুক্রবার বিকালে আজিম উদ্দিনের স্ত্রী চায়না যমুনা নদীর পুকুরিয়া ঘাট এলাকায় গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে নিখোঁজ হন চায়না খাতুন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন নৌকা নিয়ে অনুসন্ধান করে তাকে উদ্ধার করতে পারেনি।

রাজশাহী থেকে আগত ডুবুরিদলের প্রধান নুরুন্নবী ইসলাম বলেন, যমুনায় প্রবল স্রোতের কারণে সে নিখোঁজ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিখোঁজ চায়না খাতুনের দেহটি ভাটির দিকে ভেসে যেতে পারে।