অনলাইন ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা নোওগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হেফাজতের নারকীয় তাণ্ডবের নিন্দা এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
রোববার (২১মার্চ) সাহেব বাজার জিরোপয়েন্টে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী জেলা-মহানগর আয়োজিত মানববন্ধন চালাকালীন এক সমাবেশে বক্তারা এ দাবি জানান। ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আইন করে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধেরও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, গোটা জাতি যখন ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করছে ঠিক তখনই উস্কানীদাতা হেফাজতির সন্ত্রাসীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও তাদের বাড়ি-ঘর লুটতরাজ করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে নস্যাৎ করার চেষ্টা করে বাংলাদেশের স্বার্বভৌমত্বের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ করেছে।
তাই প্রকৃত উস্কানীদাতা হেফাজত নেতা মোমিনুলকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্মসম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য দেবাশিষ প্রামানিক দেবু, ঘাতক দালাল নির্মূল কমিটির মহানগর নির্বাহী সভাপতি প্রফেসর সুজিত সরকার, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির বোয়ালিয়া থানা সদস্য পঙ্কজ দে, সাবেক ছাত্র নেতা তামিম সিরাজি, ছাত্রমৈত্রী মহানগর সভাপতি ওহিদুর রহমান ওহি প্রমুখ। সমাবেশ সঞ্চলনা করেন শাহ আলম বাদশা।