লালমনিরহাট সংবাদদাতা: ফুলছড়িঘাট উপজেলার বালাসি ঘাটের ব্রহ্মপুত্র নদের জেলে ছোবেদ আলীর জালে আটকা পড়ে ৪১ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘা আইড়। সেই বাঘা আইড় মাছটি দাম ৩৩ হাজার টাকা। দাম শুনে হতবাক হলেও মাছটি দেখতে উৎসকু মানুষের ভীর জমেছে বাজারে।
রোববার (২১ মার্চ) দুপুরে হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটে বাঘা আইড় মাছটি নিয়ে আসেন আল আমিন নামে এক মাছ বিক্রেতা । এসময় মাছটির মূল্য প্রায় ৩৩ হাজার টাকা হাঁকছেন ক্রেতারা।
মাছ ব্যবসায়ী আল আমিন জানান, শনিবার রাতে ফুলছড়িঘাট উপজেলার বালাসি ঘাটে বাঘা আইড় মাছটি ব্রহ্মপুত্র নদের জেলে ছোবেদ আলীর জালে আটকা পরে। সেখান থেকে আমি বেশী দাম পাব বলে হাতীবান্ধা বাজারে নিয়ে আসছি। স্থানীয় কয়েকজন মিলে প্রায় ৩২ হাজার টাকায় মাছটি কিনে নেন।
স্থানীয় আমের আলী বলেন, নদীতে পাওয়া বাঘা আইড় মাছটি শুধু দেখার জন্য আসছি। এত বড়মাছ আগে কোন দিন চোখে পড়েনি। যে দাম এই মাছ আমরা কি আর খেতে পারি। তবে কয়কজন মিলে এই মাছটি কিনে নিয়েছি।
এ বিষয়ে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তালেব জানান, হাতীবান্ধায় এই প্রথম এতবড় মাছ বাজারে উঠছে। তাই সবাই মিলে এই মাছের দাম ৩২ হাজার বলে কিনেছি। এখন পরিবার নিয়ে এক সাথে খাবো।