ঢাকাসোমবার , ২২ মার্চ ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট সাংবাদিক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে আরইউজে’র শোক

Paris
  • মার্চ ২২, ২০২১, ৫:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। সোমবার (২২মার্চ) সন্ধ্যায় এক শোকবার্তায় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক গভীর শোকপ্রকাশ করেন।
শোকবার্তায় আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন, আতিকউল্লাহ খান মাসুদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দীর্ঘকাল ধরে দেশের একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশ ও সম্পাদনা করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য সম্পাদককে হারাল। আমরা দেশপ্রেমিক সাংবাদিক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।