অনলাইন ডেস্ক : রাজশাহীতে ধর্ষণ মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক মো. মনসুর আলম।
সাজাপ্রাপ্ত আসামির নাম নজরুল ইসলাম (৫০)। তার বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানার বাজে সিলিন্দা এলাকায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ উন নবী আহসান জানান, ২০১৮ সালে ১৪ মে নিজ বাড়িতে ১৫ বছর বয়সের কিশোরীর গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পরে। পরে নলকুপে পানি আনতে গিয়ে পড়ে গিয়ে গর্ভপাত ঘটে। এর পর বিষয়টি জানাজানি হলে ২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি কিশোরীর মা রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।