রাজশাহী নগরীর হাড়ুপুর, নবগঙ্গা এলাকায় কয়েকদিন থেকে অবাধে ঘুরে বেড়াচ্ছে একটি বড় জাতের হনুমান। ধারনা করা হচ্ছে পার্শ্ববতি দেশ ভারতে এই হনুমানের অবাধ বিচরণ, হয়তো সেখান থেকেই এই হনুমানটি পথভ্রষ্ট হয়ে এই দেশে ঢুকে পড়েছে। হনুমানটির আচরণ স্বাভাবিক। কাউকে ভয় দেখানো বা তেড়ে আসার কনো বালাই নেই, বরং মানুষের হাতে থেকে নিচ্ছে খাবার। এলাকায় এমন হনুমান দেখে উৎসুক মানুষের ভালো বাসার যেনো কমতি নেই। সমিহ করে, ভালোবেসে যে যার মত খাবার দিচ্ছে হনুমানটিকে। খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হনুমানটিকে একনজর দেখার জন্য মানুষ ভিড় করছে। ছবিটি হাড়ুপুর এলাকা থেকে তোলা ছবিঃ মোখলেসুর রহমান মুকুল